চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে গেছে।
শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আগ্রাবাদের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বলেন, মতিঝর্ণা এলাকার কাঁচা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: