প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে এক নারীকে কুপিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২১, ২১:৪৮

ছবিঃ সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দারা কান্নার শব্দ শুনে এগিয়ে এসে নিহতের দেহ দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। 

বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।  

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার একটি অভিযোগ করেছেন। 

তিনি জানান, পুলিশ এই খুনের রহস্য উদ্ঘটনে কাজ করছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর