ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই তিন বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারে এ কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি হয়। উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: