নৌ-পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

ছবিঃ সংগৃহীত

কলাপাড়ায় নৌ পুলিশের ধাওয়ায় সুজন চৌকিদার (৩০) নামে এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ-পুলিশের চার সদস্যকে ক্লোজড করে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- পায়রা বন্দর নৌ-পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন, কনস্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার।

এছাড়াও এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর