পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াই বলেছিলেন- ‘শিশু আর পাগল ছাড়া নিরপেক্ষ কোন লোক নাই, কাজেই তত্ত্বাবধায়ক সরকার হবে না।’ তাহলে বিএনপি এখন কি শিশু আর পাগলকে তত্ত্বাবধায়ক সরকার করতে চাচ্ছে? নির্দলীয়-নিরপেক্ষ সরকার দাবি হাস্যকর। সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
আজ সোমবার বিকালে সখিপুরের চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার- এরকম কোনো কিছুই গঠিত হবে না। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের মাধ্যমেই করতে হবে।
চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আক্তার সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক, নাসির সরদার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রতন ও নাহিদুর রহমান স্বপন সিকদার প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: