ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ: দুই আরোহী নিহত

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:১২

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) ও শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার রেনুয়ারা বেগম (৫৩)।

আহতরা হলেন একই উপজেলার ধোবড়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), আড়গাড়াহাটের ওয়েদুল (৩০) ও শাহবাজপুর গ্রামের আহম্মেদ আলী (১৯)।

ওসি বলেন, জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রেনুয়ারা ও হারুনকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার এবং ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে বলে জানান ফরিদ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর