শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জেমস ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া এস্টেটের ব্যবস্থাপক বাংলোর ঘরের ভিতর থেকে সাপটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। এসময় স্ট্যান্ড ফর আওয়ার ইন্ডেন্ডজারেড ওয়াইল্ড এর সোহেল শ্যাম, খোকন উপস্থিত ছিলেন।

সোহেল শ্যাম জানান, এটি বিরল প্রজাতির সাপ। এটি কোন প্রজাতির তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করা হয়েছে। সাপটির জাত ও প্রকৃতি নির্ণয় করতে আগামীকাল শুক্রবার একজন বিশেষজ্ঞ শ্রীমঙ্গলে আসার কথা রয়েছে বলে তিনি জানান।

ম্যানজার বাংলোর চৌকিদার সজল হাজরা বলেন, বাংলোর মধ্যে সাপটি প্রথম দেখে লোকজন চিৎকার শুরু করে। ভয়ে বাংলোর লোকজন বাহিরে বের হয়ে আসে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সাপটি পরীক্ষা করে দেখা গেছে এটি একটি বিরল প্রজাতির সাপ। ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি বাংলাদেশে প্রথম দেখা গেছে বলে ধারণা করছেন তিনি।

সাপটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর