রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অ্যালেক্স (৪২) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। অ্যালেক্স ‘রোসেম’ নামের একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটির ১৭৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ওই রুশ নাগরিক দিনের কাজ শেষে রাতে তার নির্ধারিত ফ্ল্যাটের কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকাল ১০টার দিকে সহকর্মীরা তাকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর