নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও ভোরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মান্নান (৫০), খেজু (৭০), জাহাঙ্গীর (৪৬), মান্নান (৫৮), জুয়েল (২০), সেলিম (৪০), হাওয়া (৪০), রোকেয়া (৬০), জোসনা (৩৫) ও হযরত আলী (৬৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় শিয়াল উৎপাত করতে শুরু হয়। একপর্যায়ে রাতে একে একে ১২ জনকে কামড় দেয় শিয়াল। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়। এরপর সকালে আবার এলাকাবাসীকে আক্রমণ শুরু করে শিয়ালটি। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, শিয়ালের কামড় খেয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুল মান্নান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: