খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন খান মোহাম্মদ শাওন (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাত বেগম (২৬)। শাওন রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁদের চার বছরের এক কন্যাসন্তান আছে।
টুটপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা থানা-পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ শাওন তাঁর পরিবার নিয়ে দক্ষিণ টুটপাড়ার একটি ভবনের তৃতীয় তলায় চার মাস আগে শাওন বাসাভাড়া নেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩-৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। ওই রড ভবনের বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্টে দুজন একসঙ্গে মারা যান।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ দাফনের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দুটি হস্তান্তর করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: