চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২০:১৬

লাইনচ্যুত তেলবাহী ট্যাংকারের বগি উদ্ধারে কাজ চলছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় রেলওয়ে পশ্চিম জোনের একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ১২ ঘন্টারও বেশি সময় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, গতকাল রোববার মধ্যরাতে রাত ২টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ঐ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি বলেন, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০টি বগি নিয়ে ট্যাংকারটি ২টা ২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি দুই নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২টা ৪০ মিনিটে পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।

স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর