ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কাজ শুরু

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ২২:৩৬

ডুবে যাওয়া নৌযান উদ্ধারে কাজ চলছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবির ৩৯ ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কাজ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্রেনের সাহায্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এর আগে তারা দুর্ঘটনা কবলিত স্থান চিহ্নিত করে লাল নিশানা টানিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, নৌযানটি খুব বেশি বড় না হওয়ায় দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ধার সম্ভব হবে।

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ১১ জন প্রাপ্তবয়স্ক নারী, নয় জন শিশু ও দুজন পুরুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর