ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত, কেউ নিখোঁজ নেই

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ০০:০২

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা- ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ট্রলারডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, শনিবার দুপুর পৌনে ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। তবে কেউ যদি দাবি করেন তাদের স্বজন এখনো নিখোঁজ আছেন, সে ক্ষেত্রে আমরা আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবো।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ‌২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর