সেন্টমার্টিনে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ০৭:১১

ছবি: সংগৃহীত

বড়শি দিয়ে ৮০ কেজি ওজনের একটি ভোল মাছ শিকার করেছেন আবদুর রহমান নামে এক ব্যক্তি। বুধবার (১১ আগস্ট) বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত থেকে মাছটি ধরেন তিনি। পরে দ্বীপের বাজারে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া বাসিন্দা মো. অলি মাঝি ছেলে আবদুর রহমান জানান, তিনি বড়শি দিয়ে মাছ শিকার করেন। প্রতিদিনের মতো বুধবার তিনি বড়শি নিয়ে দ্বীপের সমুদ্র সৈকতে যান। বিকালে বড়শিতে মাছটি ধরা পড়ার পরে তিনি সেটিকে ওঠাতে পারছিলেন না। পরে আশপাশের লোকজনকে নিয়ে এক ঘণ্টার চেষ্টায় মাছটিকে ওপরে ওঠাতে সক্ষম হন।

মাছটির রয়েছে লম্বা ও শক্ত লেজ। গায়ের রঙ কালচে। বিকালে মাছটি সৈকতে স্থানীয় বাজারে তোলা হলে দেখতে শত শত লোক ভিড় করেন। স্থানীয়রা এটিকে দেশীয় ভোল মাছ বলে জানান।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এটির বৈজ্ঞানিক নাম রাইমা মাছ। এই মাছ বিরল প্রজাতির। এই মাছ ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। এ মাছ সাধারণত বছরে দু-একটি দেখা মেলে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সৈকতে বড়শিতে বড় ভোল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৭০-৮০ কেজির মতো হবে। মাছটি ৫০ হাজার টাকা দিয়ে জেলে আবদুর রহমানের কাছ থেকে কিনে নেন কয়েকজন ব্যক্তি।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর