শেরপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ০৬:০০

প্রতীকী ছবি

শেরপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিতে বজ্রপাতের ফলে চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বুধবার জেলার চার উপজেলায় বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ২ কিশোরের মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ মোস্তফা (৪০), নকলা উপজেলার লাভা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক (৩৫), শ্রীবরদী উপজেলার গোশাইপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আক্রাম হোসেন (১৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (১৪)।

নিহতদের মধ্যে শেরপুরের মোস্তফা ও নকলার আজিজুল হক আমন ক্ষেতে কাজ করার সময় এবং ঝিনাইগাতীর রাসেল মিয়া ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করা অবস্থায় এবং শ্যীবরদীর আক্রাম হোসেন রাস্তা দিয়ে হাঁটার সময় বজ্রপাতে নিহত হয়।

আহতরা হচ্ছেন, সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ, নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির।

এ ব্যাপারে নিহতদের পরিবারের লোকজন জানান, বুধবার দুপুরে আকস্মিক বৃষ্টিতে বজ্রপাত হলে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে কৃষি জমিতে আমন ধানের চারা রোপনকালে কৃষি শ্রমিক মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও দুজন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর