রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক গৃহবধূকে একসঙ্গে দুই ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদাসা টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।ওই গৃহবধূর নাম ইসমত আরা (৩১)।
ওই গৃহবধূর স্বামী নাহিদুল হক স্বপন অভিযোগ করে বলেন, ‘পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা টিকাদান কেন্দ্রে কোনো শৃঙ্খলা নাই। একসঙ্গে অনেক জনকে বসিয়ে টিকা দেওয়া হচ্ছে। সকালে আমার স্ত্রী টিকা নিতে গেলে কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাঁর বাম হাতে টিকা দেয়। এরপর আমার স্ত্রী টিকা দেওয়ার স্থানে অন্য হাতে চাপ দিয়ে ধরে রাখেন। সে সময় অন্য এক স্বাস্থ্যকর্মী এসে তার ডান হাতে টিকা দেন।’
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ‘ভুলবসত এক নারীকে দুটি টিকা দেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই নারীর স্বাস্থ্যগত খোঁজখবর রাখা হচ্ছে এবং টিকা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি ভালো আছেন। একটির স্থানে দুইটি দিলে খুব অসুবিধা হওয়ার কথা না। তারপরও তাকে নজরদারিতে রাখা হয়েছে। টিকাকেন্দ্রে একসঙ্গে বেশি লোক টিকা নিতে আসাতে ভুলবসত এ ঘটনা ঘটেছে। তবে টিকাগ্রহীতার শারীরিক কোনো সমস্যা হলে টিকা দেওয়ার এক ঘণ্টার মধ্যে সমস্যা দেখা দিত। এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত হওয়ায় আশা করা যাচ্ছে তার কোনো সমস্যা হবে না।’
আপনার মূল্যবান মতামত দিন: