-2021-07-31-19-16-15.jpg)
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিনামূল্যে ‘র্যাপিড ডেঙ্গু টেস্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
শনিবার (৩১ জুলাই) কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের হামিদুর রহমান কমিউনিটি সেন্টার ও শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধনী দিনে ডেঙ্গু সনাক্তকরণে প্রায় ১৪০জনের রক্ত সংগ্রহ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান হাজী হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমুখ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: