ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ও কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা হতে প্যাথিডিন ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে র্যাব-১০ গ্রেফতার করেছে বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৬ পিস প্যাথিডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক মৃধা (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে নগদ-৮৩০/- (আটশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর হযরত ওমর ফারুক রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সালমা বেগম (২৭) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
আপনার মূল্যবান মতামত দিন: