কেরানীগঞ্জে ৮০ কেজি গাঁজাসহ আটক ২

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩১ জুলাই ২০২১, ০৬:৪০

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাছের ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১০ গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাছের ট্রাকে ড্রামের মধ্যে মাছ পরিবহনের নামে গাঁজা পাচারকালে ৮০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: ১। মো. রনি (২২) ও ০২। মো. রাশেদ (২৪)। তাদের দুজনের বাড়ি কুমিল্লা সদর থানার শিবপুর গ্রামে। তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক, ০১টি মোবাইল ফোন ও নগদ ৫৮০/- (পাঁচশত আশি) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মাছের ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর