বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মায় তীব্র স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। তাই (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধ করে দেয়া হয় ফেরি।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রচণ্ড বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা নদী উত্তাল রয়েছে। পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত অব্যাহত থাকার পাশাপাশি মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ রয়েছে। স্রোত ও ঢেউ উপেক্ষা করে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে না পারায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়। বৃহস্পতিবার সকাল থেকে নৌরুটে চারটি রো রো ও দুটি কে-টাইপসহ মোট ছয়টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে ঝোড়ো বাতাস বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
তিনি বলেন, সকাল থেকেই নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভিড় ছিল। দুপুরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে বিপাকে পড়েছেন তাঁরা। শিবচরের বাংলাবাজার ঘাটে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ পাঁচ শতাধিক যানবাহন আটকে আছে।
আপনার মূল্যবান মতামত দিন: