পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে উত্তাল ঢেউয়ের মুখে তেল সরবরাহকারী একটি নৌযান ডুবে গেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে সৈকত থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ‘এমটি সুফলা’ নামে নৌযানটি ডুবে যায়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌযানটি গভীর সমুদ্রে জাহাজকে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। সেটি সমুদ্রে একটি জাহাজে তেল সরবরাহ করে ফেরার পথে মোহনার কাছাকাছি এলাকায় উত্তাল ঢেউয়ে ডুবে যায়।
বন্দর সচিব আরও বলেন, ওই নৌযানে থাকা চার নাবিককে উদ্ধার করা হয়েছে। এটি সমুদ্রে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। নৌযানটি উদ্ধার করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: