লালমনিরহাটে বিয়ে বাড়িতে জরিমানা

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৪ জুলাই ২০২১, ০৭:২৪

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে কঠোর বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় দু্ই পরিবারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় আলম মিয়ার মেয়ের বিয়ে ও একই উপজেলার নূর আলমের কন্যার বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

এসময় আদিতমারী থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন। ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে সামাজিক অনুষ্ঠান করায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর