ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২০ জুলাই ২০২১, ২৩:৫২

ছবিঃ সংগৃহীত

করোনার এই মহামারী সময়ে ঢাকার কেরানীগঞ্জে তিন শতাধিক দরিদ্র,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ। করোনার শুরু থেকে নানা মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ঢাকা জেলা পুলিশ সদস্যরা। আর এ কর্মকাণ্ড মনিটরিং করছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। এ কারণে তাকে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে জেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে। পুলিশের মানবিক এ কর্মকাণ্ড জেলার সর্বত্র প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পিএম স্কুল এন্ড কলেজ মাঠে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদম নাসিম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম মিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর