ডাকাতিকালে বাধা দেওয়ায় প্রাণ গেল যুবকের

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ২০:৫৮

নিহত আরিফ-ফাইল ছবি

নরসিংদীর পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় ডাকাতির সময় বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। নিহত সাজ্জাদ ওই এলাকার মোবারক হায়াতের ছেলে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাজ্জাদের বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। এঘটনায় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছেন।

নিহতের স্বজনেরা জানান, মধ্যরাতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট পালিয়ে যান।

এঘটনায় পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর