কেরানীগঞ্জের নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদান

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৪:০৮

ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অঙ্গীকার অনুযায়ী প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রচেষ্টা অব্যাহত আছে। 

এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের এলজিএসপি-৩ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শাক্তা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নের শিকারি টোলা মোদক পল্লীতে সেলাই মেশিন বিতরণ করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন লিটন। 

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ অন্যান্যরা



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর