মধ্যরাতে গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারি, কিশোরের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ২১:৩১

ফাইল ছবি

মধ্যরাতে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে মারামারির ঘটনায় সিহাব মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সিহাব ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। একটি চুরির মামলায় সে চলতি বছরের ৫ মে থেকে শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলায় ছিল।

শনিবার (১০ জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার আনুমানিক রাত সাড়ে ১২টায় কেন্দ্রের নিচতলায় মারামারির ঘটনা শুনে ভেতরের নিবাসীরা দৌড়ে ঘটনাস্থলে যায়। সেখানে সিহাব নামে এক নিবাসী অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, দুই নিবাসীর মধ্যে মারামারির সময় একজন সিহাবকে বুকে ঘুষি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর