ভালুকায় কঠোর অবস্থানে প্রশাসন, তৃতীয় দিনেও জরিমানা

ভালুকা প্রতিনিধি | ৪ জুলাই ২০২১, ০৫:১৬

ছবিঃ সংগৃহীত

লকডাউন কার্যকরে ভালুকা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। তৃতীয় দিন আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানো, বিনা কারনে বাজারে ঘুরাফেরা ও মাস্ক পরিধান না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ অনুযায়ী ৫৩ জন পথচারীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও পৃথক পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও সালমা খাতুন ১৫ জনকে ১৪ হাজার টাকা ও এসিল্যান্ড মোঃ মাইন উদ্দিন ৩৮ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সচেতনতা দরকার। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর