ফরিদপুরে রিকশা চালকদের মাঝে মহানগর ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৫ জুন ২০২১, ০৮:০৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় শহরের চলছে কঠোর লকডাউন। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে ফরিদপুরের রিকশাচালকেরা। অনাহারে মানবেতর দিনযাপন করছে তারা। এই কথা মাথায় রেখে ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও কর্মহীন হয়ে পড়া ৮০ জন রিকশাচালকদের মাঝে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।

ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথ্লের পরিচালনায় ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর সার্বিক তত্ত্বাবধায়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি প্লাবন শেখ, আমিরুল ইসলাম আমিন, গাজী মনি, দিলা মুন্সি, মেহেদী হাসান রব্বানী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশীদ রিমু, যুগ্ন সম্পাদক রাফাত জুবায়ের, খন্দকার নিয়াজ, শেখ রায়হান, মেহেদি হাসান রোহান, মোহাম্মদ সোহান, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল নিলয়, সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সভাপতি এসান সজিব, সরকারি পলিটেকনিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক ইমন গাজী, কৃষি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাসিম সর্দার, ওয়ার্ড ছাত্রদল নেতা বাঁধন, আলামিন, শাওন, মেহরাব প্রমুখ।

ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল বলেন, "আমাদের সামর্থ্য অনুযায়ি আমরা যতটুকু সম্ভব বিপদগ্রস্থ (রিকশা চালকদের) মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। বাকি সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান রইলো তারাও যেন তাদের সামর্থ্য অনুযায়ী এই বিপদের দিনে ফরিদপুর শহরের এ সকল ছিন্নমূল মানুষদের পাশে এসে দাড়ায়।"



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর