শনিবার থেকে লালমনিরহাট পৌরসভায় ৭ দিনের লকডাউন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৪ জুন ২০২১, ০৮:১৪

প্রতীকী ছবি

করোনা ভাইরাসের সংক্রমণরোধে আগামী শনিবার থেকে লালমনিরহাট জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার(২৩ জুন) বিকালে জুম অ্যাপস্ এর মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালমনিরহাট পৌর এলাকায় করোনা শনাক্তের হার ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে আগামী শনিবার থেকে ৭ দিনের জন্য সর্বাত্বক লকডাউন ঘোষণা করা হয়। সভায় লালমনিরহাট জেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ অন্যান্য সদস্য বৃন্দ অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন।

সভায় লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬ হাজার ৮ শত ১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শত ১১ জন। আক্রান্তের হার ১৯.২২। এছাড়াও উক্ত সভায় পৌর এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরিক্ষার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর