শেরপুরের নালিতাবাড়ীতে ৭০০ গ্রাম গাঁজাসহ আল আমিন (২৪) ও আজিজুর রহমান কালু (৬৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (২১ জুন) ভোরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোবিন্দ কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র এবং আজিজুর রহমান কালু বাঘবেড় চরপাড়া এলাকার মৃত মোজাফফর আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত দুই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: