নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২৪, ১৫:৫৮

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ৯ বোতল ভারতীয় মদসহ আনোয়ার হোসেন (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন ) দুপুরে গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার গভীররাতে উপজেলার আন্ধারুপাড়া বাইগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার খলচান্দা এলাকার শমসের আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আনোয়ার হোসেনকে ৯ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর