শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ

শেরপুর প্রতিনিধি | ৬ মে ২০২৪, ১৫:৪২

ছবিঃ সংগৃহীত
শেরপুরের ১১নং বলাইরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকে ২২৭ জন  প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে একটি করে টিফিন বক্স ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
 
৬ মে (সোমবার) সকালে বলাইরচর ইউনিয়নের ৭৭ নং দোছরা ছনকান্দা (সঃ প্রাঃ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, বলাইরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম মনি,উপজেলা  প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান আরজু, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. খোরশেদা বেগম, সভাপতি, প্রভাষক পারভেজ মিয়া,প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাছির,সংরক্ষিত ইউপি সদস্য লাখি আক্তার,সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সহ প্রমুখ। 
 
এ সময় ইউপি চেয়ারম্যান মনিরুল আলম মনি বলেন, আমার ইউনিয়নের ছোট ছোট ছেলে মেয়েরা যেন স্কুলমুখী হয় এবং তারা যেন ঠিকঠাক মতো স্কুলে বই ও টিফিন নিয়ে যেতে পারে তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সর্বোপরি ছেলেমেয়েদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি ও গতিশীলতা বৃদ্ধি করায় আমার মূল উদ্দেশ্য ।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর