নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৫

ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ এপ্রিল ) রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে মতবিনিময় ওই সভা অনুষ্ঠিত হয়।

রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, রাজনগর রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ক্বারী ইব্রাহিম আকন্দ , শেরপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা তাওহিদুজ্জামান রুমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বাদশা, সমাজসেবক রবিউল ইসলাম প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: আমিনুল ইসলাম উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও দোয়া নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছি। কারো দুঃখ-কষ্ট, সমস্যা, বিপদের কথা শুনলে তার পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন সময়ে মানবিক সহায়তা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। সকল মানুষের পাশে থেকে নালিতাবাড়ী উপজেলাকে মডেল এবং স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। তিনি সকলের নিকট চেয়ারম্যান প্রার্থী হিসেবে সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর