থানচিতে ঘন্টাব্যাপী গুলাগুলি; এলাকায় আতঙ্ক

সময় ট্রিবিউন | ৫ এপ্রিল ২০২৪, ০৫:২০

ছবিঃ সংগৃহীত

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে বাজারসহ অধিকাংশ এলাকা। হঠাৎ গুলি এসে লাগতে পারে সে ভয়ে ঘরের মেঝেতে শুয়ে-বসে রয়েছে আতঙ্কিত মানুষজন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে থানচির বাজার-সংলগ্ন এলাকায় গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসীরা থানচি থানা ভবন লক্ষ্য করে দফায় দফায় গুলিবর্ষণ করে। পুলিশও পালটা গুলি চালায়। এখন পর্যন্ত কয়েকশো রাউন্ড গুলি হয়েছে বলে জানা গেছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ চলছে। তবে কোনও হতাহতের খবর আসেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের সদস্যরা অক্ষত রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর