মাদারীপুরের ডাসারে মো. লুকমান মাতুব্বর (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আক্তারুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঠেরপুল এলাকা গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী দৌড়ে পুকুরে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃত মো. লুকমান মাতুব্বর উপজেলার গোপালপুরের পশ্চিম পূয়ালী গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে মো. লুকমান মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন।
এব্যপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, মো. লুকমান মাতুব্বর নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: