আগরতলায় সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২ এপ্রিল ২০২৪, ১৭:১৮

ছবিঃ সংগৃহীত

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৮টা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এর ফলে বন্দরের ইমিগ্রেশনে অন্তত ১০০ জন যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক মোরশেদুল হক বলেন, 'সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায় যেন আর যাত্রী না পাঠানো হয়।'

তিনি আরও বলেন, সকালে হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বলে জানান মোরশেদুল।

উল্লেখ্য, স্থলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০ থেকে ৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর