ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক কারবারী ও ছিনতাইকারীসহ পাচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
গত বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৩ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: