নালিতাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজিয়ার গনসংযোগ

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২১ মার্চ ২০২৪, ১৭:১৫

সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেরপুর জেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক একাধিক সামাজিক সংগঠনের নেত্রী রাজিয়া সুলতানা।
 
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলার পোড়াঁগাও নন্নী, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা এবং দোয়া চেয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।
 
সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে রাজিয়া সুলতানাকে নিয়ে আলোচনা।
 
আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যেসব প্রার্থী অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে রাজিয়া সুলতানা ইতিমধ্যেই আলোচনায় এসেছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর