নওগাঁর রাণীনগরে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী কে একাধিক বার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। এর আগে শনিবার উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে অভিযুক্ত কে আটক করেন থানা পুলিশ। আটককৃত জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জালাল শেখ একই গ্রামের জনৈক এক ব্যক্তির ৮ম শ্রেণীতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভনে ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক ধর্ষণ করে আসছিলো। গত সোমবার ঐ স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এমতাবস্থায় জালাল সেখানে গিয়ে ওই স্কুল ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয় কয়েক জন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারেন।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন যাবৎ স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এবং ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এরপর ঘটনাটি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত জালাল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জালালকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: