নওগাঁয় মসজিদ ঘরের ভেতর রসের মিষ্টি বিতরণ না করে গেটে বিতরণ করতে বলায় মসজীদ এর সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কে মারপিট করা হয়েছে।
মিষ্টি বিতরণ নিয়ে মারপিটের এঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া মধ্যপাড়া ঈদগাহ জামে মসজীদ-এ। এঘটনায় গত ১৫ মার্চ শুক্রবার ঐ মসজীদ কমিটির সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারন ডায়েরী (জিডি) করেছেন জিডি নং ১০৪৫।
অভিযোগ বা সাধারন ডায়েরী সুত্রে জানাগেছে, মসজীদ এর পবিত্রতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা রক্ষার্থে রসের মিষ্টি মসজীদে না আনেন এমন কথা বলার পরও ইচ্চাকৃত ভাবে বিবাদ করার উদ্দেশ্য নিয়ে ঘটনার দিন ১৩ মার্চ দিনগত রাত সারে ৯ টারদিকে হাট হাপানিয়া গ্রামের সুলতান ওরফে বাবু, সোহান ও সাজু রসের মিষ্টি নিয়ে মসজীদে আসেন। এসময় মসজীদ ঘরের পরিস্কার- পরিচ্ছন্নতা রক্ষায় রসের মিষ্টি মসজীদের গেটে দাঁড়িয়ে বিতরণ করতে বলাই তারা প্রথমে গালি-গালাজ করেন। গালি-গালাজ করতে নিষেধ করলে তারা মসজীদ কমিটির সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীকে মারপিট করেন বলেও উল্লেখ করা হয়।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: