পাবনায় চেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, পাবনা | ১৮ মার্চ ২০২৪, ১৩:০২

সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মকবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চেীধুরী।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন সহ শিশুদের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে দোয়া করা হয়। শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক নারী পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

এ সময় চেম্বারের সহ সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তোজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক মাসুদুর রহমান মিন্টু সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর