শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম নিজের বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবিত ভেবে নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লোকজন তাকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক মৃত বলে জানান।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: