ফরিদপুরে ৫০০ টাকায় স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য গরুর গোস্ত বিক্রির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১৭ মার্চ ২০২৪, ১৭:০৭

সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোস্ত বিক্রি শুরু হয়েছে।
 
রোববার বেলা ১২টার দিকে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রোববার থেকে এ কার্যক্রম শুরু করা হলো।
 
সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে এ ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন বিক্রি করা হবে এই গরুর গোস্ত।
ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রথম দিন ‌ অসংখ্য ‌ ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর