মাদারীপুরের ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১৭ মার্চ ২০২৪, ১৭:০৩

সংগৃহীত
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে, এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে আজ ১৭ ই মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মধ্যেদিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
পরে ডাসার উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত ডাসার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু, ডাসার থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ এস এম শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ বীর মুক্তিযোদ্ধা গন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মতিন হাওলাদার, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম সহ,ডাসার উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
পরে প্রাথমিক পর্যায়ের শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও মাধ্যমিক পর্যায়ে দেয়ালিকা প্রদর্শন প্রতিযোগিতায় অংশ গ্রহন শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর