হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ১ টি ক্লিনিকের এমডিকে কারাদন্ড, জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৪, ১৩:৪২

সংগৃহীত

হবিগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ‘টি পপুলার জেনারেল হাসপাতাল'এ চিকিৎসক ছাড়া সিজারিয়ান অপারেশন করায় এবং লাইসেন্স ব্যতিত বেসরকারি ক্লিনিক স্থাপন এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷

এমসয় টি পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারেক আজিজ খানকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট৷ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা: মো: নুরুল হক৷ র‍্যাব ৯ সিলেটের (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সুহেল জানান
র‍্যাব-৯ এর কাছে গোপন তথ্য ছিল যে, হবিগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি লাইসেন্স বিহীন "টি পপুলার হাসপাতাল" নামে বেসরকারী ক্লিনিক স্থাপন করে অপারেশন পরিচালনা ও চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে মানুষের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। এসব অসাধু ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এর একটি বিশেষ দল গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে ওই ক্লিনিকে অভিযান চালায়৷ অভিযান চালানোর সময় সিভিল সার্জন ডা নুরুল হক দেখতে পান হাসপাতালের ওটিতে চিকিৎসক ছাড়াই নার্সরা একটি সিজারিয়ান অপারেশন করছে৷ তাৎক্ষণিকভাবে তিনি হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে একজন গাইনি চিকিৎসক নিয়ে ওই সিজারটি সম্পন্ন করান৷


পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাদুল হক ওই ক্লিনিকের এমডি তারেক আজিজ খানকে ৭ দিনের কারাদণ্ড ও লাইসেন্স বিহীন ক্লিনিক স্থাপন করে অপারেশন পরিচালনা ও চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে মানুষের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন৷ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মোবাইল কোর্ট মামলা নং- ১৭/২৪, তারিখ- ১৪ মার্চ ২০২৪ খ্রিঃ, মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মূলে আজ শুক্রবার হবিগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ও জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর