নকলায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় অটোরিকশাচালককে হত্যা, গ্রেফতার ৪

সময় ট্রিবিউন | ১৩ মার্চ ২০২৪, ২১:১৭

সংগৃহীত

শেরপুরের নকলায় নিখোঁজের দুদিন পর আসাদুজ্জামান আসাদ নামের এক অটোরিকশাচালকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

গ্রেফতাররা হচ্ছেন অটোরিকশা চোরচক্রের সদস্য নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মজিবর মিয়ার ছেলে হামিদুল ইসলাম খোকন, পূর্ব গজারিয়া গ্রামের আবু হানিফের ছেলে নুর নবী, ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে জাহিদুল ইসলাম ও ইশিবপুর গ্রামের চান মিয়ার ছেলে মিলন মিয়া।

নিহত অটোরিকশাচালক আসাদ দক্ষিণ নকলা এলাকার ফজলুর করিমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১২ মার্চ) ভোরে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজারে অটোরিকশা চোর সন্দেহে একটি অটোরিকশাসহ হামিদুল ইসলাম খোকন ও নুর নবী নামের দুজন আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদকালে একেক সময় একেক ধরনের তথ্য দিলে সন্দেহ হয়। খবর পেয়ে নকলা থানার বাসিন্দা ফজলুর করিম নালিতাবাড়ী থানায় গিয়ে উদ্ধারকৃত অটোরিকশা ও মোবাইলফোন তার ছেলের বলে শনাক্ত করেন। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন আটকরা। তারা জানান, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় আসাদকে হত্যা করেন তারা। পরে মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় নিহত আসাদের বাবা ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর