নালিতাবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১২ মার্চ ২০২৪, ২৩:২৬

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) রাতে প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা হাকাম হীরা। 

নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক এম উজ্জ্বল, কল্যাণ তহবিল সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মুঞ্জুরুল আহসান ও মোক্তার হোসাইন। এর আগে গত ২৭ ফ্রেব্রুয়ারী উৎসবমুখর পরিবেশে পানিহাতা মাঠে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর