
নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক এমএ হাকাম হীরা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি জোবায়দা খাতুন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: