গাজীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

আল সাদি | ৭ মার্চ ২০২৪, ২২:১৯

গাজীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

গাজীপুরের প্রাচীন বিদ্যাপিঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে তথ্য চিত্র প্রদর্শন, কুইজ, ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর উপস্থিত বক্তৃতা প্রদান প্রতিযোগিতা ও দোয়া আয়োজন করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৭ই মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কলেজের শিক্ষকগণ এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ শাখা ছাত্রলীগ ও শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিএম আবদুল হান্নান, বঙ্গবন্ধু সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. শওকত আলী।

পাশাপশি উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফেরদৌস আহমেদ, সোহাগ হোসেন জীবন, জুবাইদুইল ইসলাম শিপনসহ বিভিন্ন ছাত্রনেতা, নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর