পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

সৈয়দুর রহমান সৈযদ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ২০:৫১

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার অনুষ্টান পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও সকাল ১০ঘটিকার সময় কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া- কটিয়াদি আসনের মাননীয় এমপি- এডভোকেট সোরহাব উদ্দিন , পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।

পরবর্তিতে একে একে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া -কটিয়াদী সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ( সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযুদ্ধা, মেজবাব উদ্দিন, সাবেক মুক্তিযুদ্ধা কামান্ড, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু পিপিএম, কিশোরগঞ্জ মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরজানা পিংকিং ও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান গণ উপস্হিত ছিলেন।

আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৭ ই মার্চের মূলপ্রতিবাধ্য উপস্হিত উপজেলা প্রশাসনের কর্মকর্তার, দলীয় নেতা কর্মী ও শিক্ষাতিদের বক্তবে তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর